কাস্টমস,এক্সাইজ ও ভ্যাট বিভাগ,পিরোজপুর এর আওতায় কোন প্রকার আমদানী-রপ্তানী কিংবা উৎপাদনমুখী প্রতিষ্ঠান না থাকায় এ বিভাগটি প্রধানত উৎসে কর্তন,খুচরা ও পাইকারী ব্যবসায়ীদের নিকট থেকে সরকারী রাজস্ব ( ভ্যাট ) সংগ্রহ করে থাকে। ব্যবসায়ীগণ কাস্টমস,এক্সাইজ ও ভ্যাট বিভাগ,জেলা স্টেডিয়াম,পিরোজপুর- কার্যালয়ে যোগাযোগ করে ট্রেজারী চালানের মাধ্যমে স্থানীয় সোনালী ব্যাংকে (ভ্যাট) জমা করতে পারবেন। এছাড়াও এ দপ্তরের মাধ্যমে ব্যবসায়ীগণ ভ্যাট লাইসেন্স সংগ্রহ করতে পারবেন। লাইসেন্স সংগ্রহের জন্য ব্যবসায়ীগণকে যে সকল কাগজপত্র সংগে আনতে হবে -
১। ভোটার আইডি কার্ডের ফটোকপি
২। ব্যাংক সলভেন্সি
৩। TIN নম্বর
৪। ট্রেড লাইসেন্স এর ফটোকপি
৫। ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS