অফিসের সংক্ষিপ্ত পরিচিতি
কাস্টমস্,এক্সাইজ ও ভ্যাট বিভাগ,পিরোজপুর দপ্তরটি জেলা স্টেডিয়াম সংলগ্ন। এ দপ্তরটি পূর্বে বরিশাল বিভাগের অমতরভুক্ত একটি সার্কেল অফিস ছিল। পরবর্তীতে ২০/১২/২০১১ ইং তারিখে কাস্টমস্,এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট,খালিশপুর,খুলনা এর আওতাধীন বিভাগ হিসেবে বিভাজন করা হয়। উক্ত বিভাজন অনুযায়ী বর্তমানে এ বিভাগের অধীনে ২টি সার্কেল রয়েছে। পিরোজপুর সদর,জিয়ানগর ও নাজিরপুর উপজেলা সমূহের ভৌগলিক ও প্রশাসনিক এলাকা নিয়ে পিরোজপুর সার্কেল-১ এবং মঠবাড়িয়া,ভান্ডারিয়া,কাউখালী ও নেছারাবাদ উপজেলা সমূহের ভৌগলিক ও প্রশাসনিক এলাকা নিয়ে পিরোজপুর সার্কেল-২ গঠিত হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস